ডক-জক দুই ভাই

[ আমার বন্ধু ও জীবন-নির্দেশক পলাশ সেনের কলকাতা প্রেম আমার মধ্যে সংক্রামিত হয়েছিল। ইতালীর নেপলসে চিরতরে স্বেচ্ছা-নির্বাসনের আগে তার “কলকাতা নোট” তিনি আমাকে দিয়ে যান। সেই নোট আর ভ্রমণের ফল হল ইংরেজীতে লেখা কড়চা – Calcutta Culture Glossary তার ভাবশরীর অনুবাদ। ছেলে-পুলেদের পড়াশোনা মধ্যবয়সী বাঙ্গালী পুরুষ-নারীর কাছে অতি গুরুত্বপূর্ণ, স্থান আর পাত্র / পাত্রী বিশেষে একমাত্র বিষয়। পলাশবন্ধুর সঙ্গে দুটি ছেলের পরিচয় ছিল – দুই ভাই কিন্তু ভিন্ন জীবনাদর্শের লোক। এই ছড়া হাল্কা চালে লেখা কিন্তু বিষয় গুরুতর, অতি গুরুতর – ছেলেমেয়ের পড়াশোনা। ]


ডক-জক দুই ভাই  

“কলিকাতা নগরে, সল্টলেক শহরে, দুই ভাই করে বাস।

ডক-জক নামধরী, ফন্দির শিরোমণি, করে শুধু ফিসফাস।

ডক করে গবেষণা, জক খায় চকলেট ;ডক কয় এইবার থালি হল বাবার পকেট।

ডক পড়ে মন দিয়ে, লেখাপড়ায় ভারী মন,

জক বলে  পড়াকু হয়ে দেখি নষ্ট করলি জীবন !

ডক বলে এইবেলা পড় কিছু, পরীক্ষা যে এলো কাছে,

জক বলে পরীক্ষার কাগজে জীবনের কি কথা আছে ?


ডক বলে ফেল হবি, এই বেলা পড়ে নে,

জক বলে – মার্কসের চাটনি খাব কি বানিয়ে ?

ডক পড়ে বই থেকে, ডক পড়ে অনলাইন,

জক শুয়ে তাকিয়ায়, ব্যস্ত তার ফোনলাইন।

ডক ঘাঁটে পুস্তক, ডক যায় কোচিং-এ,

জক দেয় আড্ডা -এপে আর জুমে-তে।

টিপস্ নেয় বন্ধুর, ঘুষ দেয় চকলেট,

বলে – কবিরাজি শিখছি, এই খা কাটলেট।

ডক বলে ফেল হলে লজ্জা, লোকে কি বলবে ?

জক বলে দুনিয়া ঠিকঠাকই চলবে।

শোন দাদা, ফেল হলে একটিই কষ্ট,

দুবার স্কুলে টাকা দাও, এই কথা স্পষ্ট। “

ডক ডক্টরের অপভ্রংশ

জক লাইফ জকি’র (Life Jockey) র অপভ্রংশ  

পলাশবন্ধু

Leave a comment